কুমিল্লা সদর দক্ষিণ ও লাকসাম উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ‘লালমাই’ উপজেলার প্রজ্ঞাপন (গেজেট) প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব অমিতাভ সরকার ও উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এ সংক্রান্ত ৩টি প্রজ্ঞাপন ১২ মার্চ জনস্বার্থে জারি করা হয়েছে।
এর আগে পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপির প্রচেষ্টায় গত ৯ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পূর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৩তম বৈঠকে ৯টি ইউনিয়ন নিয়ে লালমাই উপজেলা পুর্নগঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপন ৩টি সূত্রে জানা যায়, বাগমারা উত্তর ইউনিয়ন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন, ভূলইন উত্তর ইউনিয়ন, ভূলইন দক্ষিণ ইউনিয়ন, পেরুল উত্তর ইউনিয়ন, পেরুল দক্ষিণ ইউনিয়ন, বেলঘর উত্তর ইউনিয়ন, বেলঘর দক্ষিণ ইউনিয়ন ও লাকসামের বাকই উত্তর ইউনিয়নের (৯টি) মৌজাসমূহ সমন্বয়ে ‘লালমাই’ উপজেলা গঠিত (স্বারক নং ৪৬.০৪৬.০১৮.০০.০০.০৬৭.২০১৪-৩২৬) হয়। আর এ উপজেলার সদর দপ্তর বাগমারা দক্ষিণ ইউনিয়নের ৪৭নং জয়নগর মৌজায় স্থাপিত হবে।
উপজেলার মোট আয়তন হবে ১৪৭.০১৩ বর্গ কিলোমিটার। জনসংখ্যা হবে ২ লক্ষ ২০ হাজার ৩২জন। এটি দেশের ৪৯১তম ও কুমিল্লার ১৭তম উপজেলা। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস