Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Lalmai Upzilla Background

প্রঞ্জাপন:

তারিখ- ২৫ ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ/ ০৯ মার্চ ২০১৭ খ্রিষ্টাব্দ

নং ৪৬.০৪৬.০১৮.০০.০০.০৬৭.২০১৪-৩২৬-০৯ জানুয়ারি ২০১৭/২৬ পৌষ ১৪২৩ তারিখে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৩ তম বঠৈকের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৮টি ইউনিয়ন , যথা:(১) বাগমারা (উত্তর), (২) বাগমারা (দক্ষিণ) , (৩) ভূলইন (উত্তর), (৪) ভূলইন (দক্ষিণ), (৫) পেরুল (উত্তর), (৬) পেরুল (দক্ষিণ) (৭) বেলঘর (উত্তর), (৮) বেলঘর (দক্ষিণ), এবং লাকসাম উপজেলার ১টি ইউনিয়ন, যথা (৯) বাকই (উত্তর) সহ সর্বমোট ৯টি ইউনিয়ন সমন্বয়ে ‍‍‌‌"লালমাই' উপজেলা গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

২। উল্লিখিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, উপজেলা পরিষদ আইন, ১৯৮৮ (১৯৯৮ সনের ২৪ নং আইন) এর ৩ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৮টি ইউনিয়ন, যথা:-(১) বাগমারা (উত্তর), (২) বাগমারা (দক্ষিণ) , (৩) ভূলইন (উত্তর), (৪) ভূলইন (দক্ষিণ), (৫) পেরুল (উত্তর), (৬) পেরুল (দক্ষিণ) (৭) বেলঘর (উত্তর), (৮) বেলঘর (দক্ষিণ), এবং লাকসাম উপজেলার ১টি ইউনিয়ন, যথা (৯) বাকই (উত্তর) সহ সর্বমোট ৯টি ইউনিয়নের এতদ্বসঙ্গে সংযুক্ত তফসিলে বর্ণিত মৌজাসমূহ সমন্বয়ে "লালমাই" উপজেলা ঘোষণা করিল। নবসৃষ্ট "লালমাই"উপজেলার সদর দপ্তর " ৪৭ নং জয়নগর" মৌজার স্থাপিত হইবে।

৩। এই আদেশ জনস্বার্থে জারি করা হইল এবং অবিলম্বে কার্যকর হইবে।